বিনামূল্যে গবেষণা শেখার উপায়
প্রাথমিকভাবে যে জিনিস গুলো লাগবে-
ল্যাপটপ বা কম্পিউটার। বাসায় ইন্টারনেট কানেকশন । শেখার আগ্রহ এবং পর্যাপ্ত সময় ।
আপনি বিনামূল্যে এবং টাকা পয়সা খরচ করে ,দুইভাবেই শিখতে পারেন।
বিনামূল্যে শেখার উপায়-
১। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
আপনারা অনেকেই জানেন যে ,প্রতিবছর জাতীয় বাজেটের একটা বড় অংশ গবেষণা খাতে বরাদ্দ হয় । এই টাকার মধ্যে থেকে একটা সামান্য অংশ মন্ত্রণালয়গুলোকে দেওয়া হয় , গবেষণা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য ।
পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষক কে অর্থ বরাদ্দ দিয়ে থাকে এরূপ প্রশিক্ষণ প্রদান করার জন্য । সুতরাং তারা যখন পত্রিকা সার্কুলার দিবে , তখন আপনি সেখানে আবেদন করে বিনামূল্যে শিখতে পারেন।
অনেকেই প্রশ্ন করতে পারেন যে ,আসলেই কতটুকু শেখা হয় । ব্যাপারটা নির্ভর করছে কারা প্রশিক্ষণ দিচ্ছে তার ওপর । প্রশিক্ষক যদি আন্তরিক হোন , তাহলে নিশ্চয়ই শেখার অনেক সুযোগ রয়েছে । পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ১টি গবেষণা কোর্স করার সৌভাগ্য হয়েছে আমার।
এছাড়াও মুক্তপাঠ নামে একটি সরকারি ওয়েবসাইট আছে। সেখানেও গবেষণা শেখার কোর্স আছে । আমি একটা কোর্সে অন্তর্ভুক্ত হয়েছিলাম । তবে সেই কোর্স একেবারেই বিগেনারদের জন্য । অর্থাৎ প্রিলিমিনারি বিষয়গুলোর সেখানে শেখানো হয়।গবেষণা ছাড়াও অন্যান্য বিষয়ে ২৪২ টি কোর্স সেখানে আপলোড করা আছে।
২। Udemy
আমি সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ । শুধু গবেষণা নয় , যেকোনো বিষয়ে সেখানে কোর্স এর অভাব নেই । আপনি ওয়েবসাইটে ঢুকে সার্চ অপশনে গিয়ে research লিখে সার্চ করবেন।এরপর দেখবেন কোন কোর্সগুলো বিনামূল্যে আছে । উল্লেখ্য যে তাদের প্রিমিয়াম গবেষণার কোর্সগুলো মাঝে মাঝে ফ্রীতে দেওয়া হয় ,তখন আপনি enroll করে রাখতে পারেন । যেহেতু ইংরেজি ভার্সনে শেখানো হবে,তাই যারা ইংরেজীতে মোটামুটি দক্ষ আছেন ; তাদের জন্য ইউডেমি একাই যথেষ্ট । তবে গবেষণায় যারা একদম বিগেনার, বুঝতে কিছুটা কষ্ট হতে পারে । এখানে আমি কয়েকটি কোর্স করছি রানিং।
৩। JUHSC YouTube Channel
GRE,STATA,PYTHON,LATEX, ইত্যাদি বিষয়ে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে । আমি নিজেই তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ল্যাটেক্স এর প্রাথমিক জ্ঞান লাভ করেছি । বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জ্ঞানী-গুণী ভাইয়েরা খুব সুন্দর করে সেই ক্লাসগুলো নিয়েছে ।
৪। Jalal’s Dream YouTube Channel
Jalal’s Dream YouTube Channel ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এসপিএসএস , পাইথন, আইএলটিএস, এক্সেল,লিনাক্স,মাতলাব,জিআইএস এরকম নানান বিষয়ে উনাদের কর্মশালার ভিডিও পাবেন । জালাল ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি না । তবে উনি আসলেই একজন স্বপ্নবাজ মানুষ এবং পরিশ্রমী । আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন । উনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা একেবারেই কম ,অথচ ওনাদের Content অনেক ভালো ।
৫। গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)
পাইথন এবং গবেষণার বেসিক কোর্স সেখানে পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন মোটিভেশনাল সেমিনার আয়োজন করেন ।Professor Dr. Saidur Rahman (Sunway University, Malaysia) উনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও সেখানে রয়েছে । ভিডিও গুলো ইংরেজিতে না বাংলায় হলে আরো অনেকেই উপকৃত হতো । উল্লেখ্য যে , উনি বাংলাদেশের একজন খ্যাতনামা গবেষক। Mr. Md. Sabir Hossain (Asst. Professor, Dept. of CSE, CUET) শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের কে গবেষণার বিষয় আগ্রহী করছেন। ২৪২ টি ভিডিও ইতিমধ্যে উনারা আপলোড করেছেন। বিশেষ করে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবেন বলে মনে হয়েছে।
৬। Azharul Islam Youtube Channel
উনার কাছ থেকেই আমি এসপিএসএস শিখেছি । আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে ভালো এসপিএসএস কোর্স উনার ইউটিউব চ্যানেলে । আফসোস লাগে, এরকম একটা দারুণ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একেবারেই কম ।
৭। Linkwith Research and Training Center fb page
𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 𝐓𝐚𝐥𝐤 নামে অনেকগুলো ওয়েবিনার আয়োজন করেছেন । দেশের এবং বিদেশের বিখ্যাত গবেষকগণ তাদের গবেষণা অভিজ্ঞতা এই ওয়েবিনার গুলোতে শেয়ার করে থাকেন। প্রাথমিকভাবে সেমিনার গুলো বাংলায় থাকাতে অনেকেই বেশি উপকৃত হয়েছে । প্যানডেমিক চলাকালীন সময়ে রেগুলার তাদের ভিডিও দেখতাম তবে এখন কিছুটা ইন্যাক্টিভ।
Morshed Alam
Founder,