আপনি যেকোনো গবেষণাপত্রের বিনামূল্যে ডাউনলোড কিভাবে করবেন?
সব গবেষণা কাগজপত্রের বিনামূল্যে এক্সেস পাওয়াটা নৈতিক কি অনৈতিক;সেই তর্কে আমি যাব না । আমি মনে করি জ্ঞানের দ্বার সব সময় উন্মুক্ত হওয়া উচিত । তবে একই সাথে গবেষকদের তার যথাযথ পারিশ্রমিক পেতে তার আর্টিকেলটি উপযুক্ত দামে ক্রয় করা উচিত ।
গবেষণা পত্রের প্রবন্ধ পর্যালোচনা থেকে শুরু করে নানাবিধ কাজে আর্টিকেল ডাউনলোড করতে হয় । কিন্তু নতুন প্রকাশিত আর্টিকেলগুলো বিনামূল্যে আমরা ডাউনলোড করতে পারি না ।ফলে আমাদের প্রবন্ধ রচনা পর্যালোচনা সুন্দর হয় না । আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিনামূল্যে ডাউনলোডের টিপস শেয়ার করছি ।
আমি মনে করি বিনামূল্যে অ্যাক্সেস পাওয়ার জন্য —
সাই হাবের এই ওয়েবসাইট সেরা ।
এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করে, আমি আমার প্রয়োজনীয় আর্টিকেলটি ডাউনলোড করব ?
নিচের প্রক্রিয়াগুলো অনুসরন করেন-
১) https://scholar.google.co.in এ যাবেন অথবা গুগলে আপনার দরকারি শিরোনামটি সার্চ করলেই বিভিন্ন ওয়েবসাইটে আপনার আর্টিকেলটি পাওয়া যাবে ।সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না ,কিন্তু আর্টিকেল এর টাইটেল এর আশেপাশে DOI নাম্বার দেখতে পাবেন ।
DOI নাম্বার অথবা URL of that page কপি করবেন ।
এরপর https://sci-hub.tw ওয়েব সাইটে যাবেন । সেখানে গেলেই লিংক বা DOI নাম্বারটি PASTE করার জায়গা দেখতে পাবেন । করলেই সাথে সাথে আর্টিকেলটি ডাউনলোড হয়ে যাবে ।
আগে যে কোন আর্টিকেল এর টাইটেল কপি করে দিলেই বিনামূল্যে আর্টিকেলটি দিয়ে দিত । কিন্তু এই ওয়েবসাইটের সার্চ অপশনে শিরোনাম না দিয়ে DOI এই নাম্বারটি দিতে হয় । এই নাম্বারটি যদি আপনার জানা থাকে তাহলে, পৃথিবীর যে কোন আর্টিকেল এই ওয়েবসাইট থেকে এক ক্লিকেই নামিয়ে ফেলতে পারবেন ।
তবে আপনাদের কারো যদি আর্টিকেল নামাতে এরপরেও সমস্যা হয় ;তাহলে আর্টিকেলটির নামের সাথে Pdf শব্দটি যোগ করে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন । তাহলে আর উপরোক্ত পদ্ধতিটি ব্যবহার না করলেও চলবে ।
The present status of tobacco control in Bangladesh ধরুন এই আর্টিকেলটি আমার দরকার । তাই আমি গুগল এ সার্চ করব The present status of tobacco control in Bangladesh pdf …..এরপর আমার সার্চ রেজাল্ট আসবে, আমি যেকোনো পাতাতে ঢুকলেই পিডিএফ লিংক পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য ঃ একেবারেই নতুন প্রকাশিত আর্টিকেলগুলো এই প্রক্রিয়ায় ডাউনলোড নাও হতে পারে । সে ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে আর্টিকেলটি উপযুক্ত দামে ক্রয় করা ।