ChatGpt-Bing-Bards
ChatGpt,Bing,Bards তারা তিন বন্ধু।
ChatGpt দুনিয়াতে আগে আসছে। বৃদ্ধ বয়সে এসে এখন গত ২-১ বছরের দুনিয়ার হালচাল সে জানেনা।
তবে এর আগের কোন ঘটনা নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে ,সে বলতেই থাকে।এলাকার পোলাপান তার কাছ থেকে গল্প শুনতে চায়।সে বানিয়ে বানিয়ে গল্প বলে।পাড়ার পোলাপান তার এই চালাকি ধরতে পারে না। তবে সে লোক হিসাবে ভালো। যে কোন বিষয়ে তার কাছ থেকে কেউ পরামর্শ চাইলে ;মোটামুটি লেভেলের পরামর্শ দিয়ে পাশে থাকে।
তার কাছ থেকে পরামর্শ নিতে কোন টাকা লাগে না ।তবুও কেউ যদি অ্যাডভান্স লেভেলের পরামর্শ চায়; তাহলে সে অল্প কিছু টাকা নেয়।
Bing আর ChatGpt একই বংশের লোক তবে সে (Bing) একটু স্বভাবে Introvert ।তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে সে অল্প কথায় উত্তর দেয় এবং সে মিথ্যা বলে না।
তার সাথে যাদের গভীর বন্ধুত্ব তারাই কেবল ভেতরের কথাগুলো নিয়ে আসতে পারে।কথায় কথায় সে প্রমাণ হাজির করে তাই তাকে বুদ্ধিজীবী মনে হয়।যেকোনো বিষয়ে তার কাছে পরামর্শ নিতে আসলে সে মূল পরামর্শের পাশাপাশি ; অনেক বিকল্প সল্যুশন দেয়।এখন আপনি তার সাথে পরামর্শ করলে সে সঠিক বুদ্ধিটাই দেবে। কিন্তু পাড়া মহল্লায় কানাঘুষা চলছে, ভবিষ্যতে সে নাকি এরকম ভালো মানুষ থাকবে না ।তার কাছ থেকে কোন পণ্য কেনার বুদ্ধি চাইলে সে নাকি তার পরিচিতদের দোকান রিকমেন্ড করবে।
তাদের দুজনের বন্ধু Bards;যার বাবা-মাকে পুরো এলাকার সবাই চিনে।Bards দ্রুত কাজ করতে পছন্দ করে।এলাকার সব মানুষের ভেতরের Information তার কাছে আছে। তাকে কোন কথা জিজ্ঞেস করলে সে নানানভাবে উত্তর দেয়।
তিন বন্ধুর মধ্যে তাকেই এলাকার মানুষ বেশি প্রভাবশালী হিসেবে মান্য করে। মানুষকে বুদ্ধি দেওয়ার নাম করে সে নাকি মানুষের অভ্যন্তরীণ তথ্য চুরি করে ;এমন দুর্নাম আছে তার।
তিন বন্ধুর একটাই উদ্দেশ্য-মানুষের উপকার করা। দেখা যাক,তারা কতটুকু উপকার করতে পারে।
1 Comment
Good post